পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ)

Patro Samprodai Kollayan Porishad (PASKOP)

সর্বশেষ:

Latest news
জরিপের ফলাফল ২০১৪ জরিপের ফলাফল ২০১৪ আদিবাসী ছাত্র/ছাত্রীদের শিক্ষা উন্নয়ন ও মানবাধিকার শীর্যক কর্মশালা বার্ষিক নারী সমাবেশ বিষয়ক আলোচনা সভা ভূমি ব্যবস্থাপনা ও কাগজপত্র সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ(পাসকপ)২০০১ সালে তৃণমূল পর্যায়ে একটি ছোট সংগঠন হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। যা বর্তমানে সকলের নিকট সংক্ষিপ্ত ভাবে পাসকপ নামে পরিচিত। পাসকপ একটি স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান। পাসকপ ক্ষুদ্রতম সংগঠন হলেও পিছিয়ে পরা জনগোষ্ঠীদের সার্বিক উন্নয়নে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পিছিয়ে পরা জনগোষ্ঠীদের অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষার হার বৃদ্ধি, ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করতে পাসকপ সর্বদা সচেষ্ট থাকে।
পাসকপ প্রতিষ্ঠালগ্ন থেকে স্পেশাল এফের্য়াস ডিভিশনের মাধ্যমে কর্মএলাকায় নলকূপ ও স্যানীটেশন স্থাপন, উপবৃত্তি, শিক্ষা উপকরণ ও শিক্ষা সহায়তা প্রদান ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করে থাকে।তবে পরবর্তিতে ২০০৪ সাল থেকে দাতা সংস্থাদের সহায়তায় প্রকল্পভিত্তিক কার্যত্রম শুরু করে।

আরো পড়ুন