পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ)

Patro Samprodai Kollayan Porishad (PASKOP)

সর্বশেষ:

Latest news

পঠভূমি

পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ(পাসকপ)২০০১ সালে তৃণমূল পর্যায়ে একটি ছোট সংগঠন হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। যা বর্তমানে সকলের নিকট সংক্ষিপ্ত ভাবে পাসকপ নামে পরিচিত। পাসকপ একটি স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান। পাসকপ ক্ষুদ্রতম সংগঠন হলেও পিছিয়ে পরা জনগোষ্ঠীদের সার্বিক উন্নয়নে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পিছিয়ে পরা জনগোষ্ঠীদের অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষার হার বৃদ্ধি, ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করতে পাসকপ সর্বদা সচেষ্ট থাকে।
পাসকপ প্রতিষ্ঠালগ্ন থেকে স্পেশাল এফের্য়াস ডিভিশনের মাধ্যমে কর্মএলাকায় নলকূপ ও স্যানীটেশন স্থাপন, উপবৃত্তি, শিক্ষা উপকরণ ও শিক্ষা সহায়তা প্রদান ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করে থাকে।তবে পরবর্তিতে ২০০৪ সাল থেকে দাতা সংস্থাদের সহায়তায় প্রকল্পভিত্তিক কার্যত্রম শুরু করে।

পাসকপ ২০০১ সালে পাত্র জনগোষ্ঠীর গোষ্ঠীগত সামাজিক সংগঠন হিসেবে লাভ করলে পরবতীতে বাংলাদেশ সমাজ সেবা অধিদপ্তর হইতে রেজিষ্ট্রেশন লাভ করে এবং ২০১২ সালে এসজিও বিষয়ক ব্যুরো নিবন্ধন লাভ করে। পাসকপ সিলেট জেলার সিলেট সদরে অবস্থিত এবং বর্তমানে সিলেট জেলা পর্যন্ত কার্যক্রম বাস্তবায়নের সীমাবদ্ধতা রয়েছে তবে অদূর ভবিষ্যতে অন্যান্য জেলায় কার্যক্রম বাস্তবায়নের চিন্তাভাবনা রয়েছে।