পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ)

Patro Samprodai Kollayan Porishad (PASKOP)

সর্বশেষ:

Latest news

লক্ষ্য ও উদ্দেশ্য

সমাজে পিছিয়ে পরা জনগোষ্ঠীর নি:স্বার্থভাবে দলমত নির্বিশেষে একত্রিত করার মাধ্যমে যেকোন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ন অবদান রাখা। সম্পূর্ন অরাজনৈতিক জনকল্যাণমূলক সংগঠনটি সমাজসেবার মাধ্যমে ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা ও স্থায়িত্বশীল উন্নয়নে পিছিয়ে পরা জনগোষ্ঠীকে স্বনির্ভর নাগরিক হিসেবে গড়ে তোলা অথ্যাৎ পিছিয়ে পরা জনগোষ্ঠীর সামাজিক,  মৌলিক ও মানবাধিকার উন্নয়ন সাধন করা এটাই হচ্ছে সংস্থা প্রধান লক্ষ্য।

সংস্থার দীর্ঘ মেয়াদী উদ্দেশ্যসমূহ-

১. নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষনে ব্যবস্থা গ্রহন।

২. এতিম,অসহায়,বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, দুস্থ ও ছিন্নমূল মানুষের উন্নয়নের লক্ষ্যে পদক্ষেপ গ্রহন ও বাস্তবায়ন করা।

৩. দরিদ্র বিমোচনের লক্ষ্যে কর্মমূখী শিক্ষার মাধ্যমে সবাইকে উদ্বুদ্ধ করা।

৪. মা, শিশু ও বয়স্কদের যথাযথ স্বাস্থ্য উন্নয়ন ও অধিকার সুরক্ষা করা।

৫. নারীদের ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়ন সাধন করা।

৬. শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করা।